কাল ১১৬ উপজেলায় ভোট, ২ থানার ওসি প্রত্যাহার, ৪জনকে অব্যাহতি

নির্বাচন
আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন

পিবিএ, ঢাকা: আগামীকাল সোমবার উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১১৬ উপজেলায় ভোটগ্রহণ করা হবে। এরই মধ্যে নির্বাচনে পক্ষপাত ও অনিয়মের অভিযোগে মৌলভীবাজারের কুলাউড়া ও গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া চারজন ওসিকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ রোববার (১৭ মার্চ) বিকেলে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, পক্ষপাতমূলক আচরণের অভিযোগ পাওয়ায় তাদের প্রত্যাহার করে দ্রুত উপযুক্ত কর্মকর্তাকে দায়িত্ব দিতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছে কমিশন।

সচিব বলেন, ১৬ জেলার ১১৬টি উপজেলায় সোমবার (১৮ মার্চ) ভোটগ্রহণ করা হবে। দ্বিতীয় ধাপের এ ভোটে চেয়ারম্যান পদে ২৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৩৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫৪৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪০ ০জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন।

১১৬ উপজেলায় ৭ হাজার ৩৯টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। এতে ১ কোটি ৭৯ লাখ ৯ হাজার ৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।
নির্বাচনে আচরণবিধি ভঙ্গের দায়ে শনিবার (১৬ মার্চ) গাইবান্ধা-৫ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং কক্সবাজার-৩ আসনে সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। তার আগে ছয়জন সংসদ সদস্যকেও একই নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া সংসদ সদস্যরা যাতে আচরণ বিধি ভঙ্গ না করেন, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্পিকারকেও চিঠি দিয়েছে ইসি।

এদিকে, দ্বিতীয় ধাপের নির্বাচনের তফসিলভুক্ত ছয়টি উপজেলায় কোনো ভোট হচ্ছে না। ভোট ছাড়াই এই ছয় উপজেলার চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে গেছেন। এই ছয়টি উপজেলা হলো—পাবনা সদর, ফরিদপুর সদর, নওগাঁ সদর, চট্টগ্রামের মিরসরাই ও রাউজান এবং নোয়াখালীর হাতিয়া।
হেলালুদ্দীন আহমদ বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য ইসি থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিন পার্বত্য জেলায় কিছু সমস্যা আছে। সেখানে আগে থেকে উপজাতিদের মধ্যে বিরোধ আছে। সে জন্য ইসি নির্বাচনে সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছে। নির্বাচনে যাতে কোনো ধরনের গন্ডগোল না হয় সে জন্য ১৭ থেকে ১৯ মার্চ পর্যন্ত তিন পার্বত্য জেলায় সেনাবাহিনী নির্বাচনে দায়িত্ব পালন করবে।
এর আগে শনিবার ইসি গাইবান্ধা-৫ আসনের সাংসদ ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া এবং কক্সবাজার-৩ আসনে সাংসদ সাইমুম সরওয়ার কমলকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এলাকা ছাড়ার নির্দেশ দেয়।

এর আগে ১০ মার্চ (রোববার) প্রথমধাপের ভোটগ্রহণ হয়েছে।পাঁচধাপে সম্পন্ন করা হবে চলমান পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...