৬ দফা দাবিতে ইবি ছাত্রলীগের স্মারকলিপি

নাজমুল হুসাইন,ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল ও ক্রিকেট মাঠে সুপেয় পানির কল স্থাপনসহ ৬ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে ইবি শাখা ছাত্রলীগ।

সোমবার (২০ মে) সাধারণ শিক্ষার্থীদের পক্ষে শাখা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক বিজন কৃষ্ণ ও উপ-ক্রীড়া সম্পাদক তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত একটি স্মারকলিপি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক বরাবর জমা দেন সংগঠনটির নেতা-কর্মীরা।

তাদের দাবিগুলো হলো, বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম সপ্তাহে সাতদিন খোলা রাখা, ফুটবল মাঠে স্থাপিত দুইটি সুপেয় পানির কল সংস্কার এবং ক্রিকেট মাঠে অনতিবিলম্বে দুটি পানির কল স্থাপন করা, ক্রিকেট মাঠে দুইটি স্থায়ী প্লেয়ার ডাগ-আউট স্থাপন করা, ক্রিকেটারদের সুবিধার্থে নতুনভাবে কংক্রিট পিচ স্থাপন করা, ফুটবল ও ক্রিকেট মাঠ যথাযথভাবে সংরক্ষণ করে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সরবরাহ করা এবং সারাবছর ইনডোর-আউটডোর গেমস সমূহ যথাযথভাবে আয়োজন করা।

এসময় উপস্থিত নেতা-কর্মীরা অনতিবিলম্বে সকল দাবি কার্যকর করার দাবি জানান।

এদিকে তাদের দাবির বিষয়ে শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক শাহ আলম বলেন, স্মারকলিপি হাতে পেয়েছি। যেহেতু সামনে গরম ও ঈদের বড় ছুটি আছে। তাই দাবিগুলো বাস্তবায়ন করতে একটু সময় লাগবে। তবে শিক্ষার্থীদের দাবিগুলো যত দ্রুত সময়ে কার্যকর করা যায় সেই চেষ্টা করবো।

আরও পড়ুন...