কলাপাড়ায় সন্ত্রাসী হামলায় আহত-৪


পিবিএ,পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় সন্ত্রাসী হামলায় একই পরিবারের মা, মেয়ে ছেলেসহ ৪ জন আহত হয়েছে। রবিবার সন্ধায় উপজেলার চাকামইয়া ইউনিয়নের আবাসন সংলগ্ন পূর্ব চাকামইয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

আহতরা হলো মা আছিয়া বেগম (৪০) মেয়ে মোসা. তামান্না অক্তার (১৭) ছেলে বেল্লাল আকন (১৪) ও ছোট মেয়ে আতিয়া (৬)। এদেরকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরন করেছে।

আহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়ি পাশে একটি বের থেকে তারা মাটি কাটছিলো। এসময় পাশের বাড়ির কুদ্দুস আকনের লোকজন বাধা দেয়। এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে বসত ঘরে হামলা ও ভাংচুর চালায়। লাঠি দ্বারা ও বেধরক কিল ঘুষির আঘাতে তারা মারাত্মক জখম হয়। স্থানীয়রা উদ্ধার করে তাদের কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে।

আহত আছিয়া বেগমের স্বামী মো.আলমগীর আকন জানান, ঘটনার সময় তিনি তাপ বিদ্যুত কেন্দ্র এলাকায় ছিলেন। বেরের মাটি কাটা নিয়ে পাশের বাড়ির কুদ্দুস এর নেতৃত্বে প্রায় ১০/১২ জন লোক তাদের উপর হামলা চালায়। এসময় তার বসত ঘরটিও ব্যাপক ভাংচুর করে। তাদের চিকিৎসার পর মামলা কার হবে বলে তিনি জানিয়েছেন।

কলাপাড়া হাসপাতালেন চিকিৎসক ডাক্তার কামরুল ইসলাম জানান, তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। কলাপাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পিবিএ/ইউকেএইচ/এমএসএম

আরও পড়ুন...