হেয়ার ড্রায়ারের ভিন্ন ব্যবহার

পিবিএ ডেস্ক: শুধু চুল শুকানোর জন্যই নয় অন্যান্য কাজেও ব্যবহার করা যায় হেয়ার ড্রায়ার।

জীবনযাপন-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে হেয়ার ড্রায়ারের ভিন্ন কয়েকটি ব্যবহার এখানে দেওয়া হল।

স্টিকার ওঠাতে: শিশুরা স্টিকার অনেক পছন্দ করে। ঘরের যেখানে সেখানে লাগিয়েও রাখে। বেশি আঠালো হওয়ায় স্টিকার তুলে ফেলার পরও তার দাগ রয়ে যায়। এই ঝামেলা এড়াতে স্টিকারের উপরে হেয়ার ড্রায়ারের গরম বাতাস ব্যবহার করুন। খুব সহজেই স্টিকার উঠে আসবে।

কিবোর্ড পরিষ্কার: ল্যাপটপ বা ডেস্কটপে কাজ করার সময় অনেকেই খেতে পছন্দ করেন। খাবারের কণা কিবোর্ডের কোণায় আটকে যেতে পারে।

কিছুটা দূর থেকে হেয়ার ড্রায়ার ব্যবহার করুন। খাবার কণা দূর হবে। তরল কিছু পড়লে হেয়ার ড্রায়ার দিয়ে তা সঙ্গে সঙ্গে শুকিয়ে নেওয়া যায়।

কাপড় ইস্ত্রি করতে: তাড়াহুড়ায় কাপড় ইস্ত্রি করার সময় নেই! কখন গরম হবে তারপর আয়রন করা! বরং কাপড়ে সামান্য পানি ছিটিয়ে হেয়ার ড্রায়ারের গরম বাতাস স্প্রে করুন। কাপড় ইস্ত্রি হয়ে যাবে।

টি-শার্টের লেবেল ওঠাতে: টি-শার্টের স্টিকার ওঠাতে হেয়ার ড্রেয়ার ব্যবহার করুন। সহজেই স্টিকার উঠে যাবে।

পিবিএ/এইচএইচ

আরও পড়ুন...