রংপুরে মহাসড়কে সুরঙ্গ তৈরি করে বালু উত্তোলনের চেষ্টা

dav

পিবিএ,রংপুর: রংপুর মহানগরীর সিও বাজার রোড সংলগ্ন পুরাতন বেতারপাড়া এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কের নিচ দিয়ে সুরঙ্গ তৈরি করে পাইপ সংযোগে বালু উত্তোলনের চেষ্টার অভিযোগ উঠেছে। পুরাতন বেতার কেন্দ্রের পিছনে নতুন অবকাঠামো নির্মাণে বালু ব্যবহার করতে এই সংযোগ স্থাপনে মরিয়া হয়ে উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। এতে করে মহাসড়কটি ঝুঁকিপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে দাবি করছেন ওই এলাকার সচেতন মহল।

সরেজমিনে দেখা গেছে, বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের পুরাতন স্টেশনের বিপরীত দিকের ঘাঘট নদী থেকে বালু উত্তোলনে দীর্ঘ লম্বা পাইপ সংযোগ স্থাপন করা হয়েছে। ওই সংযোগটি রংপুর-দিনাজপুর মহাসড়কের নিচ দিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিতে ইতোমধ্যে সুরঙ্গ করে কয়েকটি পাইপে সংযোগ দেয়া হয়েছে।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, র‌্যাব-১৩ এর স্থায়ী সদর দপ্তরের অবকাঠামো নির্মাণ কাজে বালু ব্যবহারের জন্য মহাসড়কের নিচ দিয়ে পাইপ সংযোগ স্থাপনের চেষ্টা করছে। এই সংযোগ স্থাপন করা হলে নদী থেকে খুব সহজেই এক প্রান্তের বালু অপর প্রান্তে পৌঁছে যাবে। কাজটি সহজ করতে ইতোমধ্যে স্থানীয়দের বাধা উপেক্ষা করে মহাসড়কের নিচে সুরঙ্গ করে কয়েকটি পাইপ বসানো হয়েছে। বালু উত্তোলন করতে গিয়ে মহাসড়কের নিচে পাইপ সংযোগ স্থাপন প্রক্রিয়া বন্ধ করা না গেলে এই সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে যে কোন দুর্ঘটনা হতে পারে বলে দাবি করছেন স্থানীয়রা। এটি বন্ধে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

এলাকাবাসী জানান, মূল ঠিকাদারি প্রতিষ্ঠান তাজিম এন্টারপ্রাইজকে স্থানীয় একটি প্রভাবশালী মহল বালু দেয়ার জন্য চুক্তিবদ্ধ হয়ে অধিক লাভের আশায় মহাসড়কের নিচে সুরঙ্গ তৈরি করে সেখানে পাইপ লাইনের মাধ্যমে নদী থেকে বালু উত্তোলনের প্রস্তুতি নিয়েছে।

এদিকে ঠিকাদার তারেকুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। তবে প্রতিষ্ঠানটি ব্যবস্থাপক দোলন বলেন, এই কাজের জন্য কেউ এভাবে বালু উত্তোলন করছে কিনা আমার জানা নেই।

এব্যাপারে র‌্যাব-১৩ এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক বলেন, এই কাজটি র‌্যাবের কেউ করছেন না। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা দরকার।

অন্যদিকে রংপুরের জেলা প্রশাসক এনামুল হাবীব বলেন, বিষয়টি আমার জানা ছিল না। তবে এখন এব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

পিবিএ/এএস/এমএসএম

আরও পড়ুন...