পিবিএ ডেস্ক: গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ দুর্ঘটনায় কমপক্ষে ২৪ জন নিহেতর ও ৩১ জন আহতের খবর পাওয়া গেছে।
জানা গেছে, রবিবার বেনা লেকা উপনিবেশে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে যায়। পন্যসামগ্রীর বদলে অবৈধভাবে লোকজন ট্রেনটির ভেতরে করে যাচ্ছিল।
রেলওয়ের এক পুলিশ কর্মকর্তা বলেন, আমরা এখন পর্যন্ত ২৪ জনের মরদেহ উদ্ধার করেছি। তবে ট্রেনের বেশ কয়েকটি বগি এখনও উল্টে আছে। সেখানেও লোকজন থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত ৩১ জনকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।
পিবিএ/এফএস