ভোট বর্জনের ঘোষণা দিলেন রাঙ্গুনিয়ার একমাত্র প্রতিদ্বন্দ্বি প্রার্থী

উপজেলা নির্বাচন
রাঙ্গুনিয়ার একমাত্র প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোঃ আক্তার হোসেন

পিবিএ, রাঙ্গুনিয়া: ভোট কারচুপির অভিযোগ এনে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে একমাত্র প্রতিদ্বন্দ্বি প্রার্থী ইসলামী ফ্রন্টের মো. আকতার হোসেন (মোমবাতি) ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

আজ সোমবার (১৮ মার্চ) দুপুর ১২টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। এ সময় তিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী চট্টগ্রাম শফিকুল ইসলামের (তালা) বিরুদ্ধে কেন্দ্র দখল, কর্মীদের মারধর ও এজেন্ট বের করে দেয়ার অভিযোগ করেন।

আকতার হোসেন বলেন, সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত সুষ্ঠু ভোট হয়েছে। এরপর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া শুরু হয়।

‘ভোট কারচুপি ও ভোট দিতে বাধা দেওয়ায় আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।’

রাঙ্গুনিয়া উপজেলায় শুধু ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে। সেখানে চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন।

এই পদে ব্যালটে চারজন প্রার্থীর প্রতীক থাকলেও কয়েকদিন আগে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মো. ফজলুল ইসলাম সেলিম (উড়োজাহাজ) ও শাহাদাত তালুকদার (টিয়াপাখি)।

শেষ পর্যন্ত মাঠের লড়াইয়ে টিকে ছিলেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম (তালা) ও ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলা যুগ্ম সম্পাদক আকতার হোসেন (মোমবাতি)।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...