ভোটার শূন্য শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন

পিবিএ, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলছে ভোটার শূন্য নির্বাচন। সকাল ৮টা থেকে ১০.৩০ পর্যন্ত উপজেলার ৫টি ভোট কেন্দ্রে মোট ভোটার ১৩ হাজার ৯শত ৫৩টি। এর মধ্যে ভোট পড়েছে ৪৩৫টি।

সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হলেও কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিলো না বললেই চলে। সকাল ৯টা ৪৫ মিনিট পর্যন্ত শহরের উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে মোট ভোট পড়েছে ২১টি। এ কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ২২শত ৯২টি (মহিলা)। কেন্দ্রটিতে নিরাপত্তাকর্মী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের অলস সময় কাটাতে দেখা গেছে।

সকাল ৯টা ৫৫ মিনিট পর্যন্ত শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায় মোট ভোট পড়েছে ১৩৩টি। এ কেন্দ্রের ভোটর সংখ্যা ২,৩১৮টি।
ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র সকাল ১০ টা ৫ মিনিট পর্যন্ত ভোট পড়েছে ১৩৪টি। এ কেন্দ্রে মোট ভোটার ৩৮৯৩ টি।
সকাল ১০টা ১৫ মিনিট পর্যন্ত শ্রীমঙ্গল পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ২,১০০ ভোটারের মধ্যে ভোট পড়েছে ৯৭টি।
সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত বীর শ্রেষ্ঠ নুর মোহাম্মদ বর্ডার গার্ড প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ৩৩৫০ ভোটারের মধ্যে মোট ভোট পড়েছে ৫০টি।
এসব কেন্দ্রে ভোটারদের কোন লাইন ছিলো না। জানতে চাইলে উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে প্রিসাইডিং অফিসার সঞ্চিত কুমার দাস জানান ভোটর উপস্থিতি খুব কম। বেলা ঘনিয়ে আসার সাথে ভোটার উপস্থিতি বাড়তে পারে। নৌকা প্রার্থীর এজেন্ট উপজেলা আওয়ামীলীগের নেতা মো: ইউসুফ আলী জানান সারা উপজেলাব্যাপী ভোটার উপস্থিতি একেবারেই কম।

এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩জন প্রতিদ্বন্ধিতা করছেন। এর মধ্যে নৌকা প্রতীক নিয়ে রনধীর কুমার দেব, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীক নিয়ে মো: আফজল হক ও জাকের পার্টির মো: আব্দুল কাইয়ুম গোলাপ ফুল প্রতীক। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে ৬জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রতিদ্বন্ধিতা করছেন।

অপরদিকে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মো: আফজল হক (আনারস প্রতীক) অভিযোগ করে বলেন উপজেলার লালবাগ ভোট কেন্দ্রে তার এজেন্টদেরকে নৌকার প্রার্থীর লোকজন বিভিন্নভাবে ভয়ভীতি দিখিয়ে চাপ দিচ্ছে ওপেন ভোট কাষ্ট করার জন্য।
এছাড়া এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলার মোট ৮০ টি ভোট কেন্দ্রে কোন ধরনের গোলযোগের খবর পাওয়া যায়নি।

পিবিএ/টিপি/হক

আরও পড়ুন...