দীঘিনালায় জনসংহতি সমিতির তিন প্রার্থীর ভোট বর্জন

পিবিএ, খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস এমএন লারমা) সমর্থিত চেয়ারম্যান প্রার্থী প্রফুল্ল কুমার চাকমা, ভাইস চেয়ারম্যান প্রার্থী সমানন্দ চাকমা ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী গোপা দেবী।

সোমবার দুপুর ২টার দিকে নির্বাচনে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস এমএন লারমা) সমর্থিত এ তিন স্বতন্ত্র প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দেন।

এর আগে সোমবার সকাল ৮টা থেকে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে খাগড়াছড়ির আট উপজেলায় ১৭৫ কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়।

সমিতির চেয়ারম্যান প্রার্থী প্রফুল্ল কুমার চাকমা বলেন, আমার এজেন্টদের মারধর করা হয়েছে। এছাড়া বেশ কয়েকটি জায়গা ভোট দিতে বাধা দেয়া হচ্ছে। তাই আমরা নির্বাচন বর্জন করেছি।

পঞ্চম উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে খাগড়াছড়ির আট উপজেলায় ভোট গ্রহণ চলছে। তবে প্রত্যেকটি কেন্দ্রে ছিল ভোটার উপস্থিতি কম।

খাগড়াছড়ির আট উপজেলায় মোট ভোটার চার লাখ ১২ হাজার ৮৫৪ জন। এবার পার্বত্য জেলায় পুলিশ, বিজিবি ছাড়াও মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...