মোঃ রিফাতুন্নবী রিফাত,গাইবান্ধাঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ব্যাটারী চালিত ভ্যানগাড়ির ধাক্কায় ছাকা মিয়া (৪০) নামের আরেক ভ্যানচালক নিহত হয়েছেন।
নিহত ছাকা মিয়া ওই ইউনিয়নের জামুডাঙ্গা (লাল বাজার) গ্রামের মৃত ছইম উদ্দিনের ছেলে।
রোববার (২৩ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার দামোদরপুর ইউনিয়নের জাল্লাদুর মোড়ের পূর্ব পাশের রাস্তার ব্রীজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় ছাকা মিয়া তার ব্যাটারী চালিত ভ্যানগাড়ি নিয়ে জাল্লাদুর মোড়ের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মোড়ের পুর্বপাশের পাকা রাস্তার ব্রিজ নামকস্থানে পৌঁছলে অপর একটি ভ্যানগাড়ি পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ছাকা মিয়া মারা যায়।
এ ঘটনার সত্যতা স্বীকার করে দামোদরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুর রাজ্জাক বলেন, সড়ক দূর্ঘটনায় ছাকা মিয়া নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এমন ঘটনা খুব দুঃখজনক।