মোঃ রিফাতুন্নবী রিফাত,গাইবান্ধাঃ গাইবান্ধা সদরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ওই নারীর আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ বছর হবে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
রোববার (২৩ জুন) সন্ধ্যা সোয়া ৬টার দিকে পৌর শহরের ২ নং রেল গেটের স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যা সোয়া ৬টার দিকে গাইবান্ধা পৌর শহরের ২ নং রেল গেট এলাকায় সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেনের নিচে কাটা পড়ে এক নারী। এসময় অজ্ঞাত ওই নারীর ছিন্নভিন্ন মরদেহ দেখতে পেয়ে রেলওয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে ওই নারীর মরদেহ উদ্ধার করে গাইবান্ধা রেলওয়ে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা রেলওয়ে পুলিশের আইসি আব্দুল মতিন বলেন, ওই নারীর বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর হবে। তবে ওই নারীর নাম পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ ময়নাতদন্ত করে আইন আনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।