ইনসান সাগরেদ,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে ওয়াশ ফিডে প্রবেশ করানোর সময় পঞ্চগড় এক্সপ্রেসের একটি কোচ লাইনচ্যুত হয়ে পার্শ্ববর্তী বিএডিসি কার্যালয়ের সীমানা প্রাচীর ভেঙ্গে ঢুকে যায়।
সোমবার (২৪ জুন) বিকেলে এই ঘটনাটি ঘটে। এসি স্লিপার কোচটি বিদ্যুৎ পরীক্ষার জন্য ওয়াশফিডে নেওয়া হয়েছিল বলে জানা গেছে। স্টেশনে দায়িত্বরত আনসার সদস্য রশিদুল ইসলাম বলেন আমরা একটি বিকট শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি ট্রেনটির একটি কোচ লাইনচ্যুত হয়ে ওয়াল ভেঙ্গে ঢুকে গেছে। সচরাচর ট্রেনে ১৫টি কোচ থাকলেও ওই ট্রেনটিতে ১৭টি কোচ ছিলো। স্টেশন মাস্টার নিরঞ্জন রায় বলেন, ওয়াশফিডে ট্রেনটি নেওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। এই কোচটি অতিরিক্ত ছিলো। শুধু মাত্র বিদ্যুৎ পরীক্ষার জন্য এটিকে ওয়াশফিডে নেওয়া হয়। রিলিফ ট্রেন এসে কোচটি উদ্ধার করবে। অতিরিক্ত বগি হওয়ায় এটি ছাড়াই ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। ট্রেন চলাচলের কোন সিডিউলের সমস্যা হবেনা বলে জানান তিনি।
ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে স্টেশন মাস্টার বলেন ক্ষয়ক্ষতির পরিমানের বিষয়ে এখনি কিছু বলা যাবেনা। উর্ধতন কতৃপক্ষ আসলেই ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।এসময় ট্রেনটি একনজর দেখতে অনেক মানুষের ভিড় দেখা যায়। কোন প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আনসার সদস্যরা চারিপাশে মোতায়েন ছিলো।