খাগড়াছ‌ড়ি‌তে বি‌দেশী মদসহ যুবক গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

মো: এনামুল হক,স্টাফ‌ রিপোর্টার খাগড়াছ‌ড়ি: খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় বি‌দেশী মদসহ মোঃ আলী হোসেন (২৪) না‌মে এক যুব‌ককে গ্রেফতার করে‌ছে পু‌লিশ।

গতকাল (সোমবার) ২৪ জুন) রা‌তে উপ‌জেলার বেলছড়ি থে‌কে তা‌কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ আলী হোসেন বেলছ‌ড়ি আমবাগান এলাকার মৃত ফরিদ মিয়ার ছেলে।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেছেন পু‌লিশ সুপার মুক্তা ধর। তি‌নি জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে বি‌শেষ অ‌ভিযান প‌রিচালানা ক‌রে মা‌টিরাঙ্গার বেলছ‌ড়ি ইউ‌পির আমবাগান এলাকা হ‌তে ১০ বোতল বিদেশী মদসহ আলী হো‌সেনকে গ্রেফতার করা হয়। একই সা‌থে মাদক প‌রিবহন কা‌জে ব‌্যবহৃত মোটরসাই‌কেলটি জব্দ করা হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে নিয়মিত মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে। পরবর্তী পদ‌ক্ষেপ গ্রহ‌নে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

আরও পড়ুন...