রাঙামাটিতে ব্রাশফায়ারে প্রিসাইডিং কর্মকর্তাসহ নিহত ৭ (ভিডিও সহ)

 

পিবিএ,রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়িতে দুর্বৃূত্তের ব্রাশফায়ারে প্রিসাইডিং কর্মকর্তা আব্দুল হান্নান সহ ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০জনের মত। ভোটগ্রহণ ও গণনা শেষে গাড়িতে ফেরার পথে বাঘাইছড়ির ৯ কিলো নামক স্থানে দুর্বৃত্তরা গুলি চালায়। সোমবার( ১৮ মার্চ ) সন্ধ্যায় বাগাইছড়ি উপজেলার নয়মাইল এলাকায় এ ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, উপজেলার ৯ কিলোমিটার এলাকায় নির্বাচন কর্মকর্তারা ভোটগ্রহণ শেষে উপজেলা সদরে আসার পথে সন্ত্রাসীরা গুলি চালালে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

বাঘাইছড়ি থানা পুলিশের ওসি মঞ্জুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা ঘটনা জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং সবাইকে উদ্ধার করে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হচ্ছে।

নিহতদের মধ্যে একজন প্রিজাইডিং অফিসার আব্দুল হান্নান আরাফসহ দুইজন সহকারি প্রিজাইডিং অফিসার ও একজন পোলিং অফিসার রয়েছেন বলে স্থানীয়দের মাধ্যমে জানা গেছে।

নিহতদের অন্যরা হলেন, আনসার সদস্য আলামিন, মিহির কান্তি দত্ত, জাহানারা বেগম ও বিলকিস, মোঃ আমির হোসেন,মন্টু চাকমা।

স্থানীয় সূত্র আরো জানায়, হতাহতরা সবাই সোমবার অনুষ্ঠিত হয়ে যাওয়া উপজেলা নির্বাচনে দায়িত্ব পালন শেষে নির্ধারিত গাড়িতে করে বাঘাইছড়ি আসার সময় নয়কিলো নামক স্থানে এই ঘটনা ঘটায়।

রাঙামাটির পুলিশ সুপার আলমগীর হোসেন পিবিএকে জানান, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে এবং সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চলছে।

আহতদের বাগাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে।

 

পিবিএ/জেডআই

আরও পড়ুন...