পিবিএ,পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জ উপজেলার সীমান্ত ঘেঁষা করতোয়া নদীর চরে জুয়া খেলা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। ওই মানববন্ধনে ১ বক্তা জুয়া বন্ধ না হলে জুয়া বসিয়ে প্রতিবাদ জানানোর ঘোষBf দেন।
বুধবার (২৬ জুন) বিকেলে উপজেলার বড় আলমপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে প্রায় ঘণ্টাব্যাপী মানব-বন্ধন করে এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, জুয়া খেলায় আকৃষ্ট হয়ে এলাকার যুব সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। সর্বশ হারিয়ে নি:শ্ব হচ্ছে মানুষ। পাশাপাশি ওই এলাকায় বেড়েছে মাদক, চুরিসহ নানা অপরাধ। জুয়া খেলা বন্ধে প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান করেন।
অভিযোগ করে বক্তারা বলেন, উক্ত ইউনিয়নের ধর্মদাশপুর উচাপাড়ার বাসিন্দা আব্দুস সাত্তারের ছেলে জুয়াড়ী দলের নেতা কুখ্যাত জুয়াড়ী আতোয়ার রহমান (৩৮) ও তার সাঙ্গ-পাঙ্গরা দীর্ঘদিন থেকে জুয়া খেলা চালিয়ে আসছে। শিক্ষক কামরুজ্জামান বলেন, গত এক যুগ ধরে আতোয়ার উক্ত স্থানে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জুয়ার আসর চালিয়ে আসলেও পুলিশ মাঝে-মাঝে লোক দেখানো অভিযান চালায়। ধরা ছোঁয়ার বাইরে থেকে যায় জুয়ার সাথে জড়িতরা। ঘনঘন স্থান পরিবর্তন করে আতোয়ার জুয়ার আসরটি ধর্মদাশপুর শিমুলবাড়ি মৌজায় করতোয়ার চরে বসায়। যে কারনে জুয়া বন্ধে সব ধরনের চেষ্টা ব্যর্থ হয়। এদিকে জুয়া চলার ফলে ওই এলাকায় চুরি ছিনতাই বৃদ্ধি পেয়েছে।
বক্তারা অভিযোগ করেন, করতোয়ার চরে চলমান জুয়ার আড্ডা বন্ধে কোন পদক্ষেপ নিচ্ছে না স্থানীয় থানা পুলিশ। জানা গেছে, স্থানীয় লোকজন জুয়া বন্ধের দাবিতে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েও কোন প্রতিকার পায়নি।
বড়আলমপুর ইউনিয়নের করতোয়া নদীর ধারে হোসেনপুর উচাপাড়ায় বেশ কয়েকজন জুয়াড়ীর নেতৃত্বে করতোয়া নদীর চরের বিভিন্ন জায়গায় প্রতিদিন বিকেল হতে সন্ধ্যার পর পর্যন্ত আশপাশের উপজেলাগুলো থেকে মোটরসাইকেল, মাইক্রোবাস ও সিএনজিযোগে লোকজন এসে জুয়া খেলা মাদক সেবনে মেতে ওঠে। কৌশল হিসেবে মাঝে মধ্যে জুয়াড়ীরা জায়গা পাল্টিয়ে আসর বসায়। আবার কখনও নদীর এপার ওপার করে জুয়া বসানো হয়। এ আসরে প্রতিদিন লাখ-লাখ টাকার জুয়া খেলা হয় বলে জানান ওই এলাকাবাসীরা। অভিযোগ রয়েছে সাজুর নেতৃত্বে আরও একটি জুয়ার দল ওই চরে জুয়া চালায় রাতে বেলা।