পলাশে প্রাণ গ্রুপের জিএম এর অপসারনের দাবী

পিবিএ,নরসিংদী: নরসিংদীতে পলাশ উপজেলার ঘোড়াশাল আঞ্চলিক সড়কে প্রাণ আরএফএল ইন্ডাষ্ট্রিয়াল পার্কের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সোমবার (১৮ মার্চ) দুপুরে বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটি পলাশ শাখা ও এলাকাবাসীর এ মানববন্ধন করেন। এসময় বক্তারা প্রাণ আরএফএল গ্রুপের গাড়ী ও কাভার্ডভ্যানের বেপরোয়াভাবে চলাচল বন্ধ, জিএম মোস্তাকের অপসারন ও গ্রামবাসীদের বিরুদ্ধে পুলিশের দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবী জানান।

বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটি পলাশ শাখার সভাপতি আনোয়ার হোসেন আনু’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক ও আলোকিত বাংলাদেশ পত্রিকার নরসিংদী জেলা প্রতিনিধি নুরে আলম রনি। আরো বক্তব্য রাখেন, সাংবাদিক আল-আমিন মিয়া, মাকসুদুর রহমান, ঘোড়াশাল পৌর কাউন্সিলর রোমেল, শাহনাজ আক্তার, সুরাইয়া বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এতে পলাশ উপজেলার সকল শ্রেণী পেশার নারী পুরুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন। সড়ক ও এলাকাবাসীর বিরুদ্ধে হয়রানীমুলক মামলা প্রত্যাহার না করা হলে ব্যাপক আনন্দলনে শামিল হবে বলে জানান বক্তারা।

পিবিএ/কেএস/এমএসএম

আরও পড়ুন...