আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী সাঁতার প্রশিক্ষণ শেষে সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ জুন) সকালে খাগড়াছড়ি জেলা সদরের পানখাইয়াপাড়ার লোটাস সুইমিংপুল কর্তৃপক্ষের আয়োজনে অংশ নেন ৪৫ জন প্রশিক্ষার্থী।
প্রশিক্ষক আথুই মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ সহিদুজ্জামান। এতে বিশেষ অতিথি ছিলেন,খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ক্যজরী মারমা,মারমা উন্নয়ন সংসদ সদস্য আখইঞো মারমা প্রমুখ।
প্রধান অতিথি মোহাম্মদ সহিদুজ্জামান বলেন, সাঁতার সকলের জানা অনিবার্য। নদীমাতৃক দেশে সাঁতার শেখাটা সকলের জন্য প্রয়োজনীয়। সাঁতার প্রশিক্ষণের মাধ্যমে শিশুরা যেমন মোবাইল থেকে দুরে থাকবে তেমনি দক্ষ হয়ে গড়ে উঠবে মন্তব্য করে আয়োজক কর্তৃপক্ষকে সব ধরনের সহযোগিতা আশ্বাস দেন খাড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান।