চট্টগ্রামের সীতাকুণ্ডতে বাস উল্টে একজনের মৃত্যু হয়েছে। এসময় বাসের নিচে আটকা পড়ে আরও চারজন। আশঙ্কাজনক অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৯ জুন) সকাল ৯টার দিকে সীতাকুণ্ডর ফৌজদারহাটের ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এই ঘটনা ঘটে।
জানা গেছে, চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল স্টারলাইন নামের একটি বাস। বাসটি ফকিরহাট এলাকায় গিয়ে যান্ত্রিক ত্রুটির কারণে উল্টে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে বেশ কয়েকজন। পরে ফায়ার সার্ভিস গিয়ে সেখান থেকে একজনের মরদেহ ও ৪ জনকে জীবিত উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
এদিকে এই ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দেখা দিয়েছে দীর্ঘ যানজট।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, সকাল ৯টা ৬ মিনিটের সময় আমাদের কাছে খবর আসে। দ্রুত গিয়ে সেখান থেকে আটকা পড়া ৪ জনকে উদ্ধার করি। সেখানে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। এখন আমরা গাড়িটি সড়কে থেকে সরিয়ে নিচ্ছি।