শামীনূর রহমান,নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) নওগাঁ জেলার মান্দা উপজেলার ভারশোঁ,ভালাইন,পরানপুর,কুসুম্বা,তেঁতুলিয়া,নূরুল্যাবাদ, কাঁশোপাড়া ও কসব ইউনিয়ন নির্বাহী কমিটির (আংশিক) অনুমোদন দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৭ জুন) রাতে এসব ইউনিয়নে কমিটির অনুমোদন দেন মান্দা উপজেলা বিএনপির আহবায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী। অত্র কমিটির সুপারিশ করেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক একেএম নাজমুল হক নাজু ও তোফাজ্জল হোসেন টুকু।
এতে ভারশোঁ ইউনিয়ন বিএনপি’র সভাপতি পদে গোলাম নবী কাবুল, সাধারণ সম্পাদক পদে গোলাম সাকলাইন চারু ও সাংগঠনিক সম্পাদক পদে সোহল রানা। ভালাইন ইউনিয়ন বিএনপি’র সভাপতি পদে আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক পদে রওশন আলম ও সাংগঠনিক সম্পাদক পদে আবু বক্কর সিদ্দিক। পরানপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি পদে গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক পদে শহিদুল ইসলাম (শহিদ) ও সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল মান্নান শাহ্। কুসুম্বা ইউনিয়ন বিএনপি’র সভাপতি পদে সেলিম মোরশেদ চৌধুরী,সাধারণ সম্পাদক পদে আব্দুস সালাম ও সাংগঠনিক সম্পাদক পদে গোলজার হোসেন। তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি পদে হুদা রেজাউন্নবী ,সাধারণ সম্পাদক পদে আব্দুল জব্বার মোল্লা ও সাংগঠনিক সম্পাদক পদে গোলাম কিবরিয়া জুয়েল। নূরুল্যাবাদ ইউনিয়ন বিএনপি’র সভাপতি পদে এসএম রফিকুল ইসলাম ,সাধারণ সম্পাদক পদে সাজ্জাদ আহম্মেদ ও সাংগঠনিক সম্পাদক পদে আব্দুস সালাম। কাঁশোপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি পদে শহিদুজ্জামান সোহান, সাধারণ সম্পাদক পদে নাজিমুদ্দিন ও সাংগঠনিক সম্পাদক পদে মানিক মীর এবং কসব ইউনিয়ন বিএনপি’র সভাপতি পদে আবুল হাসেম আলী সরদার, সাধারণ সম্পাদক পদে লিয়াকত আলী ও সাংগঠনিক সম্পাদক পদে মহসিন আলীসহ প্রতিটি ইউনিয়নে ১৫ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির (আংশিক) অনুমোদন দেওয়া হয়েছে।
এব্যাপারে উপজেলা বিএনপির আহবায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী বলেন, সাংগঠনিক নিয়মনীতি মেনেই ৮ টি ইউনিয়ন বিএনপি’র নির্বাহী কমিটির (আংশিক) অনুমোদন দেওয়া হয়েছে। এতে কোনো অনিয়ম করা হয়নি। অথচ একটি পক্ষ অত্র কমিটিকে বিতর্কিত করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে। যার কোন ভিত্তি নেই।
তিনি আরও বলেন, মান্দা হলো বিএনপির ঘাঁটি তা আছে এবং থাকবে ইনশাআল্লাহ। মান্দার বিএনপিকে বাংলাদেশের মধ্যে একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করাই হলো আমার মূল লক্ষ্য। আমি চাই আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে দেশনেত্রী মুক্তির আন্দোলনে কাজ করবেন। নতুন নেতৃত্বে উজ্জীবিত হবে মান্দার বিএনপি ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ।
উল্লেখ্য, ২০১৯ সালের ১০ অক্টোবর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির গঠন করা হয়। এর পর ১৪ ইউনিয়নে ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়।