নৌ পুলিশের অভিযানে নিষিদ্ধ জাল-মাছসহ গ্রেফতার ৫৯

গত ২৪ ঘণ্টায় নৌ পুলিশের চলমান বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণে নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল,মাছ ও মাছের পোনা উদ্ধারসহ ৫৯ জনকে আটক।

সোমবার (১ জুলাই ) দুপুরে নৌ পুলিশ হেডকোয়ার্টারের পুলিশ সুপার (ট্রেনিং,ক্যারিয়ার প্ল্যানিং অ্যান্ড মিডিয়া) কাজী নুসরাত এদীব লুনা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত ২৪ ঘণ্টায় নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ২৮ লক্ষ ৭৮ হাজার ৬৯০ মিটার অবৈধ জাল, ২৪৫ কেজি মাছ, চল্লিশ কেজি কাঁকড়া এবং বিভিন্ন প্রজাতির ১ লক্ষ ২৭ হাজার পিস বাগদা রেনু পোনা জব্দ করা হয়। এদিন নৌ পুলিশ নদী থেকে আশিটি ঝোপ ধ্বংস করে।

নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ঊনত্রিশটি বাল্কহেডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় এবং অবৈধ জালে মাছ ধরার জন্য সাতটি নৌকা জব্দ করা হয়।

গতকালের এই অভিযানে ৫৯ জন আসামী গ্রেফতার করা হয় এবং মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে একটি মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য,সমুদ্র এবং সমুদ্র উপকূলবর্তী নদীতে ৬৫ দিনের মৎস্য আহরণ নিষেধাজ্ঞাকালীন নৌ পুলিশ দায়িত্বপালনে তৎপর। নৌ পুলিশ বরফকল এবং সামুদ্রিক মৎস্য অবতরণকেন্দ্র নিয়মিত নজরদারিতে রাখছে।

উল্লেখ্য, জব্দকৃত অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে, মাছ এতিমখানায় বিতরন এবং মাছের রেনু পোনা পানিতে অবমুক্ত করা হয়েছে।

আরও পড়ুন...