পিবিএ,দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: বুধবার (৩ জুলাই) গত ২ জুলাই সাজেক ইউনিয়ন এর কাচালং নদীর পানি বেড়ে যাওয়া এখনও মাচালং ও বাঘাইহাট এলাকার সড়ক বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে। বন্যার পানি ধীর গতিতে নামার কারণে সাজেক থেকে সড়কে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে রয়েছে। যা কারণে সাজেক থেকে পর্যটকবাহী যানগুলো ছেড়ে যেতে পারছে না।
অপরদিকে দীঘিনালা উপজেলা কবাখালী ইউনিয়ন এলাকার পানি নেমে গেছে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে। উপজেলা মেরুং ইউনিয়ন পরিষদ এলাকার বন্যার পানি ধীর গতিতে নামার কারনে লংগদু সাথে সড়ক যোগাযোগ এখনো বন্ধ রয়েছে।
সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ জানান, বৃষ্টি কমলেও পানি না কমার কাটনে আটকে পড়া পর্যটকদের আগামী কয়েকদিন এখানে থাকতে হবে। সে ক্ষেত্রে পর্যটকদের কাছ থেকে কক্ষ ভাড়া নেওয়া হবে না। তবে অনেক দূর থেকে পানি আনতে হয়। সে জন্য শুধু পানির বিল নেওয়া হবে। সাজেকে আটকা পর্যটকদের থাকা-খাওয়ায় ছাড় দিচ্ছে রিসোর্ট কর্তৃপক্ষ। দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোছা মাহমুদা বেগম লাকী বলেন, বন্যার পানি ধীরে ধীরে নামার কারনে মেরুং ইউনিয়ন এ দুইটি জায়গা পানিতে তলিয়ে রয়েছে। লংগদু সাথে দীঘিনালার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। তবে বিকাল নাগাদ পানি কমলে যোগাযোগ স্বাভাবিক হতে পারে।