ইনসান সাগরেদ,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার (৩ জুলাই) বিকেল ৩টার দিকে পঞ্চগড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের মুল ফটকে সাবেক নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তির দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পঞ্চগড় জেলা শাখা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ।
বক্তব্যে তিনি বলেন, আমরা গণহত্যাসহ সকল হত্যার তীব্র নিন্দা জানাই। একজন বাংলাদেশের এমপি বিদেশে গিয়ে হত্যার শিকার হয়েছেন। মানুষের মলমুত্র ত্যাগ করে সেখানে দেহের অংশ পাওয়া যাচ্ছে। এমপি আনারের বিরুদ্ধে রেড এলার্ট জারিছিলো তারপরও আপনারা তাকে এমপি বানান। লাখো শহীদের বিনিময়ে পবিত্র সংসদ ভবন এ ধরনের এমপি বানিয়ে অ পবিত্র করেছেন, এর বিচার বাংলাদেশের মাটিতে হবেই ইনশাআল্লাহ। খুবই দুঃখজনক এদেশের মেম্বার চেয়ারম্যান যতই অপরাধী হউক না কেন তারা চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে চাইলে তাদের যেতে দেওয়া হয় অনুমতি দেওয়া হয়। আপনারা মায়া চৌধুরীর নাম শুনেছেন তার ১০ বছরের সাজা হয়েছিলো তারপরও তিনি দেশের বাইরে চিকিৎসা নিচ্ছেন। কিন্তু এই দেশের জনগণের ভোটে তিন তিন বারের নির্বাচিত প্রধানমন্ত্রী ও একটি বৃহৎ সংগঠনের চেয়ারপার্সন হওয়া সত্বেও বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে চিকিৎসার জন্যও অনুমতি দেওয়া হয়না। তিনি ভালো ভাবে চিকিৎসা টুকু করাতে পারছেননা। যে জাতীয় নির্বাচন হয়েছে সেই নির্বাচন দেশের মানুষ প্রত্যাখ্যান করেছেন। তিনি আরও বলেন, অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই দিতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন কারা নির্যতিত নেতা ও জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় বিএনপি’র পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদসহ আরও উপস্থিত ছিলেন সাবেক এমপি এ্যাড. রিনা পারভিন,জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায় সাবেক পৌর মেয়র তৌহিদুল ইসলাম, যুগ্ন আহবায় আবু দাউদ প্রধান, যুগ্ম আহবায়ক এ্যাড.আদম সুফি,যুগ্ম আহবায় মির্জা নাজমুল ইসলাম কাজল, সদর উপজেলা বিএনপির আহবায়ক আনোয়ার হোসেন, জেলা শ্রমিক দলের সভাপতি রাজিউর রহমান রাজু, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহমুদার রহমান মাহাবুব, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন তাপস, জেলা ছাত্রদল সভাপতি তারিকুজ্জামান তারেক, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান প্রমুখ।
খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশ স্থলে খন্ড খন্ড মিছিল নিয়ে বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দল, কৃষক দল,মৎস্যজীবী দল,শ্রমিক দল,ছাত্রদলসহ সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেয়। জেলা বিএনপি কার্যালয়ের মুল ফটকের সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি কানায় কানায় পূর্ণ ছিলো।