রাজন্য রুহানি,জামালপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল নবগঠিত আহবায়ক কেন্দ্রীয় কমিটির দুই নম্বর সদস্য হয়েছেন জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা ওলামা দলের সাবেক আহবায়ক মাওলানা কাজী মসিউর রহমান।
গত ২ জুলাই ১৩৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত আহবায়ক কমিটির সদস্য পদে মনোনিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্মমহাসচিব সৈয়দ রুহুল কবীর রিজভী, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, ওলামা দল কেন্দ্রীয় নবগঠিত কমিটির আহবায়ক মাওলানা কাজী মো. সেলিম রেজা, সদস্য সচিব মাওলানা কাজী মোহাম্মদ আবুল হোসেনসহ সংশ্লিষ্ট সকলে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন নবগঠিত আহবায়ক কমিটির সদস্য কাজী মসিউর রহমান।
এদিকে কাজী মসিউর রহমান ওলামা দল কেন্দ্রীয় নবগঠিত কমিটির দুই নম্বর সদস্য মনোনিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামালপুর জেলা শাখার সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান সফি, জেলা বিএনপির সহ-সভাপতি আনিসুর রহমান বিপ্লব, সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া, জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানসহ অন্যান্য নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।