মোঃ বাবুল হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট): গত কয়েক দিনের ভারী বর্ষণের কারণে পৌর শহরের পানি নিস্কাশনের ড্রেন ও কালভার্টের মুখ গুলো ময়লা, আবর্জনায় ভরে থাকায় পানি প্রবাহে বাধা সৃষ্টি হতে থাকে। ফলে জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের রাস্তাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষের চলাচলে দূর্ভোগ পোহাতে হয়। বিষয়টি পাঁচবিবি পৌরসভার মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিবের নজরে আসলে তিনি জনদূর্ভোগ লাঘবে পৌরসভার পক্ষ থেকে পানি নিস্কাশনের উদ্যোগ গ্রহন করেন।
বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে বালিঘাটা আলিম মাদ্রাসা সংলগ্ন ৩, ৪ ও ৫ নং ওয়ার্ডে ড্রেন গুলো ভেকু মেশিন দিয়ে সংস্কার কাজের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র নুর হোসেন, মহিলা কাউন্সিলর শামীমা সুলতানা শীতল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান রাজু, ছাত্রনেতা মেহেদী হাসান, ওয়াহেদুল ইসলাম খোকন, আহসান হাবিব রিংকু, নিলয়সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
পৌরসভাধীন ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মাহমূদুল হাসান সাগরসহ একাধিক পৌরবাসী বলেন, আমার বাসার পাশের ড্রেন দিয়ে বৃষ্টির পানি নেমে যাচ্ছিল। কিন্তুু দীর্ঘদিন সেটির সংস্কার না করায় পানি যেতে পারে না। ফলে সামান্য বৃষ্টি ও ড্রেনের ময়লা পানি একাকার হয়ে রাস্তা ভরে থাকতো। চলাচল করা দায় হয়ে পড়েছিল। মেয়র সাহেব একাজটি করায় মেয়রকে ধন্যবাদ জানান।
এ সময় মেয়র বলেন, অতি বৃষ্টি ও ভারী বর্ষণের কারণে পৌর রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার পৌরবাসী কষ্ট পাচ্ছে। একই সঙ্গে সুয়ারেজের পানি ও বর্ষার পানি এক হয়ে যাওয়ার কারণে মুসল্লিদের মসজিদে নামাজ পড়তে যেতে কষ্ট পাচ্ছিল। আমরা এই বিবেচনায় পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন ড্রেন সংস্কারের উদ্যোগ গ্রহন করেছি এবং আমি নিজে দাঁড়িয়ে থেকে এসব ড্রেন সংস্কারের কাজ তদারকি করছি। ড্রেন সংস্কার না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানান।