১৭০ চোরাই মোবাইল-ট্যাবসহ পাঁচ চোরাকারবারি গ্রেফতার

পিবিএ,ঢাকা: গতকাল (৫ জুলাই) আনুমানিক সন্ধ্যা ১৯:৫৫ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার শাহবাগ থানাধীন গুলিস্তান নগর ভবনের মেইন গেইটের উত্তর পাশে ওসমানী উদ্যান এলাকায় একটি অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে চোরাইকৃত ১৬৩টি মোবাইল ফোন ও ০৭টি ট্যাবসহ আনুমানিক ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা মূল্য মানের মোট ১৭০ (একশত সত্তর) টি বিভিন্ন ব্যান্ডের পুরাতন ব্যবহৃত মোবাইল ফোন ও ট্যাব উদ্ধার করতঃ পাঁচজন চোরাকারবারিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ খোকন (৪৫), ২। মোঃ হারুন (৪০), ৩। আব্দুর রহমান (২২), ৪। নেহাল রহমান সবুজ (৩০), ৫। কামাল হোসের (২৮), বলে জানা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা মোবাইল চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ চোর ও ছিনতাইকারীদের কাছ থেকে চোরাই মোবাইল ও ট্যাব ক্রয় করে রাজধানীর গুলিস্তানসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করত।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন...