আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে । এ সময় তার কাছ থেকে ১শ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গতকাল শুক্রবার (৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন যশোর চৌগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের রিজাউল ইসলামের ছেলে রনি আহম্মেদ (২২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই প্রতিক, এএসআই সোহাগ, এএসআই শামসুল ও কনস্টেবল মামুন মোবারকগঞ্জ রেলস্টেশন জামে মসজিদের দক্ষিন পাশে^ পাকা রাস্তার উপর থেকে ব্যাগ ভর্তি ১শ পিস ফেন্সিডিলসহ তাকে আটক করে। ব্যাগভর্তি মাদকের এই চালানটি রেলযোগে ঢাকাতে যাওয়ার কথা ছিল।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু আজিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেন্সিডিল আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শনিবার থানায় মামলা করা হয়েছে। আটককৃত ব্যাক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।