উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া (পটুয়াখালী): পর্যটন কেন্দ্র কুয়াকাটায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী, পরিবেশন এবং পরিবেশ দূষনের দায়ে দুই খাবার হোটেল মালিককে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শুক্রবার (৫ জুলাই) শেষ বিকালে সৈকত লাগোয়া বৈশাখী হোটেল এন্ড বিরিয়ানী হাউজকে দেড় লাখ এবং গাজী রেস্তোরা এন্ড বিরিয়ানী হাউজকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বেশ কিছুদিন ধরে ওই দুই হোটেল থেকে ময়লা পানি সরাসরি পাইপের মাধ্যমে সমুদ্রে ফেলা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও পরিবেশনের দায়ে এ জরিমানা আদায় করা হয়েছে বলে জানায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট।