সাংবাদিকদের সাথে শাহাবুদ্দিন মেমোরিয়াল কর্তৃপক্ষের মতবিনিময়

রাজন্য রুহানি,জামালপুর: জামালপুর পৌরসভার বেলটিয়ায় শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

শনিবার (৬ জুলাই) বিকেলে ওই প্রতিষ্ঠানের তৃতীয় তলায় আজাদ কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের প্রধান উপদেষ্টা সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী।

পরে প্রতিষ্ঠানের সার্বিক বিষয়ে কথা বলেন প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সভাপতি অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন এসকে শফিকুল ইসলাম।

তিনি জানান, অনেক স্বপ্ন নিয়ে শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করেছি। এই প্রতিষ্ঠানে স্বল্প খরচে শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করতে পারবে। ভালো মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।

তিনি জানান, আমি ঢাকায় ব্যস্ত থাকায় এখানে আসার তেমন সুযোগ হয়না। তবে প্রতিষ্ঠানে যখন যা প্রয়োজন আমি তা দিয়ে যাচ্ছি।

সম্প্রতি ৯৬ জন পরীক্ষার্থীর এডমিট কার্ড নিয়ে সমস্যা প্রসঙ্গে তিনি সাংবাদিকদের জানান, আমি জেনে অবাক হয়েছি যে আমার প্রতিষ্ঠানের ৯৬ জন এইচএসসি পরীক্ষার্থী এডমিট কার্ড পায়নি। যদিও পরবর্তীতে তা সমাধান হয়েছে। তিনি বলেন, এটা সম্পূর্ণ অধ্যক্ষের গাফিলতি ছিল। আর যাদের এডমিট কার্ড নিয়ে সমস্যা হয়েছিল তারা এ প্রতিষ্ঠানের ছাত্র ছিলোনা। এ বিষয়ে কলেজের অধ্যক্ষকে সাময়িক অব্যাহতিও দেয়া হয়েছে।

এসময় তিনি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের পাশে থাকা এবং পরামর্শ দিয়ে সহযোগিতার আহবান জানান।

মতবিনিময় সভায় প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোজাম্মেল হক, উপাধ্যক্ষ (এডমিন) হুমায়ুন কবির, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি জুলফুক্কার রহমান শাহীনসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন...