পিবিএ ডেস্ক : রাঙামাটির বিলাইছড়ি উপজেলার আলিখ্যং এলাকায় দুর্বৃত্তদের গুলিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেজ কান্তি তংচংগ্যা নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। বিলাইছড়ি থানার ওসি পারভেজ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুরেজ কান্তি তংচংগ্যা উপজেলার ফারুয়া ইউনিয়নের নিজ এলাকায় নির্বাচনী কাজ শেষে সকাল ৯টার দিকে নৌকায় করে ৫-৬ জন সঙ্গীকে সাথে নিয়ে বিলাইছড়ি উপজেলা সদরে ফিরছিলেন। অলিখ্যং এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা সুরেজ কান্তি তংচংগ্যাকে নৌকা থেকে নিয়ে গিয়ে গুলি করে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
পিবিএ/শআ