নাজমুল হুসাইন,ইবি প্রতিনিধি: কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে ‘বাংলা ব্লকেড’ এর অংশ হিসেবে খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচী পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার (৭ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল থেকে বিক্ষোভ শুরু করেন তারা। পরে বিক্ষোভটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে সেখানে অবস্থান করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এসময় তাঁরা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক ব্লক করে দেন। পরে দুপুর দেড়টার দিকে মহাসড়ক ছেড়ে দেন তাঁরা। এদিকে টানা দুই ঘন্টার অবরোধে তীব্র যানজটেরও সৃষ্টি হয় মহাসড়কে।
এসময় তারা ‘কোটা প্রথায় নিয়োগ পেলে, দূর্নীতি বাড়ে প্রশাসনে’, ‘দেশটা নয় পাকিস্তান, কোটার হোক অবসান’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, কোটা প্রথার ঠাই নাই ‘, ‘মুক্তিযুদ্ধের বাংলায় কোটার ঠাই নাই’, ‘১৮’র পরিপত্র’পূনর্বহাল করতে হবে’সহ নানা স্লোগান দেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ৭১এ দেশ স্বাধীন হয়েছে বৈষম্য থেকে জাতিকে মুক্ত করার জন্য। কিন্তু বর্তমানে কোটা প্রথা বহাল রাখায় সেই বৈষম্যই রয়ে গেছে। তাই আজ একযোগে সারা দেশের শিক্ষার্থীদের বাংলা ব্লকেডের অংশ হিসেবে আমরা আন্দোলনে নেমেছি।