মনির হোসেন,টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে বখাটে সন্ত্রাসীদের হামলায় আব্দুল হালিম ভূঁইয়া (৪২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার দুপুর ১২টার দিকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত হালিম ভূঁইয়া উপজেলার নারান্দিয়া ইউনিয়নের যদুরপাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে এবং সিংগুরিয়া বাজারে ব্যবসায়ী ছিলেন।
রোববার (৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ব্যবসায়ী হালিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে এলেঙ্গা-ভূঞাপুর মহাসড়ক অবরোধ করে উপজেলা সিংগুরিয়া বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপী সকল ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সিংগুরিয়া বাসস্ট্যান্ড বাজার বণিক সমিতির সভাপতি বাবুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, ইউপি সদস্য আজিজুর হক, ব্যবসায়ী শফিকুল ইসলাম সবুজ, এলাকাবাসীর পক্ষে জহরুল ইসলাম খোকন ও নিহত হালিমের ছেলে তামিম ও তানজিত প্রমুখ।
পরে কালিহাতীর থানার এসআই আসাদুল ইসলাম মানববন্ধনে উপস্থিত হয়ে আসামিদের গ্রেফতারের আশ্বাস দিলে মানববন্ধন কর্মসূচি তুলে নেন তারা।
এঘটনায় সোহেল নামে একজনকে আটক করে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে কালিহাতী থানার এসআই কামরুল ইসলাম জানিয়েছেন।
স্থানীয়া ও নিহতের ভাই অনিক জানান, ঈদের পরদিন ১৮ জুন হালিম যমুনা নদীর গরিলাবাড়ী পাথর ঘাটে মোটরসাইকেলযোগে বেড়াতে যান। এসময় স্থানীয় বখাটে সন্ত্রাসী ছেলেদের মোটরসাইকেলের সঙ্গে হালিমের মোটরসাইকেলে ধাক্কা লাগে।
ধাক্কার ঘটনা নিয়ে উপজেলা আলীপুর ও বেলটিয়া বখাটে সন্ত্রাসী ছেলেরা পরিকল্পিতভাবে হালিমের ওপর হামলা করে। এতে হালিম গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে ভূঞাপুর উপজেলা হাসপাতালে পরে টাঙ্গাইল সোনীয়া ক্লিনিকে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শুক্রবার দুপুর ১২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি কখনও কোনো অন্যায়ের সঙ্গে জড়িত ছিল না। তাকে অন্যায়ভাবে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
কালিহাতী থানার এসআই কামরুল ইসলাম বলেন, এঘটনায় কালিহাতী থানায় নিহতের ভাই আব্দুল আলীম বাদী হয়ে উপজেলা আলীপুর গ্রামের শাহ আলমের ছেলে শাফি(২২), জালাল (২৫), শাহাদাত (৩০) মজিদের ছেলে ইসমাইল (২৮), মৃত জিন্নত আলীর ছেলে শাহ আলম (৫০), বেলটিয়া গ্রামের হাজী আবু তালেবের ছেলে সোহেল (২৪) ও শহীদ আলী (২৬) কে আসামি করে মামলা দায়ের করেন। কালিহাতী থানায় এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।