যাত্রীবাহী বাসে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিবিএ,ঢাকা: যাত্রীবাহী বাসে করে ফেন্সিডিল বহনকালে ঢাকার দক্ষিণ কেরণীগঞ্জ এলাকা হতে ৩০৩ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০; মাদক বহনে ব্যবহৃত যাত্রীবাহী বাস জব্দ।

গতকাল (৭ জুলাই) র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন এলাকায় মাদক বিরোধী অভিযান করাকালীন গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে কতিপয় ব্যক্তি দেশের সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্যের চালান নিয়ে একটি যাত্রীবাহী বাসে করে রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে। র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল একই তারিখ আনুমানিক সকাল ১০:০৫ ঘটিকায় রাজধানী ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুর এলাকায় মাদক বহনকারী বাসটি থামানোর জন্য সিগন্যাল দেয়। অতঃপর বাসটি থামানোর সাথে সাথে দুইজন লোক দৌড়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব একজন ব্যক্তিকে আটক করে এবং অপর ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।

পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের একপর্যায় তার দেখানো মতে উক্ত বাসের পিছনে দুইটি প্লাস্টিকের বস্তার ভিতর হতে আনুমানিক ৯,০৯,০০০/- (নয় লক্ষ নয় হাজার) টাকা মূল্যমানের ৩০৩ (তিনশত তিন) বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আশরাফুল আলম (২৭) বলে জানা যায়। এসময় মাদক বহনে ব্যবহৃত একটি বাস জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেন্সিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে কেরাণীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন...