মোঃ রিফাতুন্নবী রিফাত,গাইবান্ধাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পরিষদের চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে তিন হাজার ভানবাসী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী করা হয়েছে।
সোমবার (৮ জুলাই) সকাল ১০টার দিকে নৌকা যোগে তিস্তায় পানি বন্দী হয়ে পরা সুন্দরগঞ্জ উপজেলার বেলকা, কঞ্চিবাড়ী, হরিপুর ও কাপাসিয়া ইউনিয়নের বিভিন্ন চরের তিন হাজার পানিবন্দী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার, ভাইস- চেয়ারম্যান জয়ন্তু কুমার দাস, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি সাইদুর রহমান, হাসানুজ্জামান হাসান, পল্লব সরদার প্রমুখ।