১২ বছর পর মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

পিবিএ,ঢাকা: মাদক মামলায় যাবজ্জীবন সাজা প্রাপ্ত দীর্ঘ ১২ বছরের পলাতক আসামি মোঃ আবুল কালাম আজাদ (৪৩)’কে গতকাল সোমবার (৮ জুলাই) আনুমানিক ২০.১০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-২।

এজাহার সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মোঃ আবুল কালাম আজাদ (৪৩) বিগত ২০১১ সালের ১২ সেপ্টেম্বর মাদক বিক্রয়ের সময় (দুইশত বোতল) ফেন্সিডিলসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়।

পরবর্তীতে আসামির বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ি থানায় (মামলা নং-৩২, তারিখ ১২/০৯/২০১১ইং, ধারা- ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯(১) এর ৩(ঘ) ধারায়) একটি মামলা রুজু হয়।

উক্ত মামলায় আসামি মোঃ আবুল কালাম আজাদ গ্রেফতার হয়ে জেল হাজতে থাকার পর বিজ্ঞ আদালত হতে জামিনে মুক্তি লাভ করে নিয়মিত আদালতে হাজিরা না দিয়ে পলাতক হয়।

অন্যদিকে তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত শেষে আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে আসামি পলাতক থাকা অবস্থায় বিজ্ঞ আদালত মামলাটির বিচারিক কার্যক্রম শেষে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মোঃ আবুল কালাম আজাদ’কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও বিশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান পূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন।

গ্রেফতারী পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে বর্ণিত আসামিকে গ্রেফতার সংক্রান্তে কুমিল্লা জেলার দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ এর অধিযাচন পত্রের প্রেক্ষিতে র‌্যাব-২ আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-২ এর একটি আভিযানিক দল গতকাল সোমবার (৮ জুলাই) আনুমানিক ২০.১০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা এলাকা থেকে গ্রেফতার করে। ভবিষ্যতে র‌্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার দেবিদ্বার থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন...