পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন বাতিলের ষড়যন্ত্র বন্ধের দাবি

আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন ১৯০০ বাতিল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) সকাল ১০টায় মং সার্কেলের প্রথাগত নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ খাগড়াছড়ি প্রেসক্লাব এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় জেলা হেডম্যান এসোসিয়েশন সভাপতি সাইথোয়াই চৌধুরী,জেলা কার্বারী এসোসিয়েশনের সভাপতি রনিক ত্রিপুরা,পার্বত্য চট্টগ্রাম জুম্ম শরণার্থী কল্যাণ সমিতির সন্তোষিত চাকমা বকুল, পার্বত্য চট্টগ্রাম নারী হেডম্যান-কার্বারী নেটওয়ার্কের জয়া ত্রিপুরা,সুশীল সমাজের প্রতিনিধি ধীমান খীসা, এডভোকেট সুপাল চাকমা, কার্বারী সবিনয় চাকমা,সমাজর্কমী আনন্দ মোহন চাকমা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণের প্রাণ যদি বাতিল করা হয় তাহলে পার্বত্য চট্টগ্রামের ১০টি ভাষাভাষি ও ১৩টি সম্প্রদায় বিলুপ্ত হয়ে যাবে। এখন পার্বত্য চট্টগ্রামে রেগুলেশন ১৯০০ কখনো বাতিল করা যাবে না।

পার্বত্য চট্টগ্রামে রেগুলেশনঅক্ষতা অবস্থায় থাকে এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযত বাস্তবায়ন হয়। সরকারের একটি পক্ষ থেকে অশান্তি কার্যক্রম চালাচ্ছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

আরও পড়ুন...