মুন্সিগঞ্জে ইয়াবা-হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিবিএ,ঢাকা: মুন্সিগঞ্জ জেলার লৌহজং ও শ্রীনগর এলাকা হতে আনুমানিক ০৭ লক্ষ টাকা মূল্যমানের ২৩১০ পিস ইয়াবা ও হেরোইনসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

বুধবার (১০ জুলাই) সকাল আনুমানিক ০৭:১৫ ঘটিকায় র‌্যাব-১০, সিপিসি-২ শ্রীনগর ক্যাম্প, মুন্সীগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানাধীন গোয়ালীমান্দ্রা বাজার এলাকায় এলাকায় একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে আনুমানিক ১,২৫,৭০০/-(এক লক্ষ পঁচিশ হাজার সাতশত) টাকা মূল্যমানের ৪১৯ (চারশত ঊনিশ) পিস ইয়াবা ট্যাবলেট ও আনুমানিক ৬০,০০০/-(ষাট হাজার) টাকা মূল্যমানের ০৬ (ছয়) গ্রাম কথিত মাদক হেরোইন সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ তৈয়ব (২৩) বলে জানা যায়।

এছাড়া গতকাল (৯ জুলাই) রাত আনুমানিক ২০:২৫ ঘটিকায় উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন উত্তর কামারগাঁও এলাকায় অপর একটি আভিযান পরিচালনা করে আনুমানিক ৫,৬৭,৩০০/- (পাঁচ লক্ষ সাতষট্টি হাজার তিনশত) টাকা মূল্যমানের ১,৮৯১ (এক হাজার আটশত একানব্বই) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর নাম ১। মোঃ আব্দুল্লাহ (৩২), ২। রবিউল আলম (২৫), বলে জানা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সিগঞ্জ ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন...