লিচু বাগানগুলোয় এখন মুকুলের মৌ মৌ গন্ধ। আর এই মৌ গন্ধে মৌমাছিরা এ গাছ থেকে ও গাছে উড়ে সংগ্রহ করছে মধু। সুস্বাদু, মিষ্টি ও লোভনীয় এ মধু মৌমাছির মাধ্যমে আহরণ করছেন মৌয়ালরা। ভ্রাম্যমাণ মৌয়ালরা লিচুগাছের তলায় বাক্স বসিয়ে মুকুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করেছেন। ছবিটি পাবনার ঈশ্বদীর উপজেলার নওদাপাড়া থেকে তোলা । ছবি : পিবিএ/ তুহিন হোসেন