শাহবাগে কোটা আন্দোলনের সংবাদ সংগ্রহ করার সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের হামলাত শিকার হয়েছেন সময় টেলিভিশনের একজন রিপোর্টার ও একজন ক্যামেরাপার্সন।
বৃহস্পতিবার বিকাল পৌছে ছয়টায় শাহবাগের বারডেম হাসপাতালের সামনের বটগাছের নিচে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনের সংবাদ সংগ্রহ করছিলেন টেলিভিশনটির রিপোর্টার ত্বোহা খান তামিম ও ক্যামেরাপার্সন সুমন সরকার৷
এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা হঠাৎ সময় টেলিভিশন দেখে উত্তেজিত হয়ে ওঠেন। তারা ভুয়া, ভুয়া বলে স্লোগান দেন।
স্লোগান দিতে দিতে প্রায় ২০ থেকে ৩০ জন আন্দোলনকারী টেলিভিশন চ্যানেলটির রিপোর্টার ও ক্যামেরাপার্সনের উপর হামলা করেন।
এতে রিপোর্টার ত্বোহা খান তামিম ও ক্যামেরাপার্সন সুমন সরকার আহত হন।