হামলাকারী ‘অতি উৎসাহী’ পুলিশ সদস্যদের বিচারের দাবি

শিক্ষার্থীদের ওপর হামলাকারীর অতি উৎসাহী পুলিশ সদস্যদের বিচারের দাবি জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১১ জুলাই) রাত সাড়ে আটটায় শাহবাগ মোড়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের ভাইদের ওপর হামলা চালানো হয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে, সিলেট-সুনামগঞ্জে হামলা হয়েছে, শাহজালাল বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে, চট্টগ্রামে নারীদের ওপর পুরুষ পুলিশ দিয়ে হামলা চালানো হয়েছে, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে, রাজশাহীতে হামলা হয়েছে, মাওলানা ভাষানী বিশ্ববিদ্যালয়ে টাঙ্গাইলে হামলা হয়েছে। হামলাকারীর অতি উৎসাহী পুলিশ সদস্যদের বিচার করতে হবে।

সারাদেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শুক্রবার বিক্ষোভ সমাবেশ সরকার চাইলে কোটা পরিবর্তন করতে পারবে, হাইকোর্টের রায় প্রকাশ কোটা আন্দোলন: উত্তপ্ত শাহবাগ, চট্টগ্রাম, কুমিল্লা, রাজপথে শিক্ষার্থীরা।

এ সময় তিনি আরও বলেন, এতোদিন আমাদেরকে হাইকোর্ট দেখানো হয়েছে। আজকে হাইকোর্ট সব পরিষ্কার করে দিয়েছে। এত দিন আমরা হাইকোর্ট এর ওপর বিশ্বাস রেখেছি। এখন সরকারের কাছেই আমাদের দাবি।

প্রসঙ্গত, গত ৫ জুন নবম থেকে ১৩ তম গ্রেডের সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৩০ শতাংশ কোটা পদ্ধতি বাতিলের সরকারি সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিল হাইকোর্ট। কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তানের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ওই রায় দেয়া হয়েছিল। এর প্রতিবাদ জানিয়ে কোটা সংস্কারের দাবিতে বৃহস্পতিবার ১১তম দিনের মত কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।

আরও পড়ুন...