মনির হোসেন,টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে বন্যা দূর্গত ৬০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেছেন টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী।
শনিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার আয়োজনে উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের আলীপুর বাজারে বন্যা দূর্গত ৬০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এ এম সিদ্দিকী(আজাদ সিদ্দিকী), ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসান দিপুল, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খাতুন বৃষ্টি, উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন, কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল ফারুক,দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সিরাজ, গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হযরত আলী তালুকদারসহ বিভিন্ন নেতৃবৃন্দ।