কলাপাড়ায় নিরাপদ অভিবাসন ও সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় নিরাপদ অভিবাসন ও সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যলয় শনিবার (১৩ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ কর্মশালা চলে। এতে স্থানীয় সামাজিক সুরক্ষা কমিটির ২০ জন নারী পুরুষ অংশগ্রহন করেন।

এনসিয়র প্রোটেকশন এন্ড জাস্টিস থ্রু ইনটিগ্রেটেড এ্যাপ্যোচ ইপজিয়া প্রকল্পের উদ্যোগে বে-সরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর আয়োজন করে। প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন জেলা ব্রাক প্রতিনিধি অসিত বরন দাস।

এ সময় ইপজিয়া প্রোজেক্ট প্রোপ্রাম অফিসার সীমা ভেরোনিকা রোজারিও, ইউপি সদস্য হামিদুর রহমান, মহিলা সদস্য তহমিনা বেগম, এনজিও প্রতিনিধি রাবেয়া বেগম, ইউনিয়ন স্বাস্থ্যকর্মী শিল্পী রানী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন...