মোঃ এমদাদ উল্যাহ,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ ৩ কিশোরকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আটককৃতরা হলেন; উপজেলার পৌর এলাকার কমলপুর গ্রামের সেলিম মুন্সীর ছেলে আশিকুল ইসলাম মুরাদ(১৯), চান্দিশকরা গ্রামের আবদুল জলিলের ছেলে নাঈম হোসেন(২০) ও লক্ষীপুর গ্রামের হাজী এনামুল হকের ছেলে সাঈদ আবদুল্লাহ আল সাহাব সিয়াম(১৯)।
শনিবার (১৩ জুলা্ই) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন কুমিল্লার গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ বড়–য়া।
তিনি জানান, গোপন সংবাদের শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাবুচি বাজার এলাকায় একটি গাঁজার চালান পাচারের উদ্দেশ্যে মাদক ব্যবসায়ীরা পরিবহনের জন্য অপেক্ষা করছে। এ সময় গোয়েন্দা পুলিশের একটি দল তাদেরকে ধাওয়া করে আটক করে। পরে তাদের হেফাজতে থাকা ৬০ কেজি গাঁজা জব্দ করে এবং তিন কিশোরকে গ্রেফতার করে।
রাজেশ বড়–য়া আরও বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোয়েন্দা পুলিশ বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় মাদকদ্রব্য আইনে মামলা করে সোপর্দ করেছে।