গাইবান্ধায় নিরাপত্তা প্রহরীকে হত্যা, ৫ অটোরিক্সা চুরি

মোঃ রিফাতুন্নবী রিফাত,গাইবান্ধাঃ গাইবান্ধার পলাশবাড়ীতে নিরাপত্তা প্রহরীকে হত্যা করে গ্যারেজ থেকে ৫টি অটোরিক্সা চুরির ঘটনা ঘটেছে।

পলাশবাড়ী পৌর শহরের হাসপাতাল সংলগ্ন সুই গ্রামের নুরে আলম জিন্নু মিয়ার গ্যারেজে ঘটনাটি ঘটেছে।

নিহত নিরাপত্তা প্রহরীর নাম দুদু মিয়া(৬০)। তিনি পলাশবাড়ী পৌর শহরের সুইগ্রামের মৃত আমির আলীর ছেলে।

স্থানীয়রা জানান,প্রতিরাতের মতই গেলো রাতে ওই গ্যারেজে নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন করছিলেন দুদু মিয়া,রাতের কোন এক সময়ে চোরচক্র গ্যারেজে ঢুকে দুদু মিয়াকে হত্যা করে ৫টি অটোরিক্সা নিয়ে যায়,ভোরে ওই গ্যারেজে একজন অটোর মালিক দুদু মিয়াকে পড়ে থাকতে দেখে তার চিৎকারে লোকজন এগিয়ে আসে পরে পুলিশকে খবর দিলে দুদু মিয়ার মরদেহ উদ্ধার করে।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান জানান, এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন...