সিরাজগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সোহাগ হাসান,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের পৌর এলাকার চক কোবদাস পাড়া মহল্লায় পানিতে ডুবে জুনায়েত সেখ (৭) এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত্যু জুনায়েত সেখ উক্ত মহল্লার আজিজুল হাকীমের ছেলে এবং চক কোবদাস পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। রোববার (১৪ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

মৃত্যু জুনায়েত সেখের বাবা জানান, জুনায়েত তার দাদীর সাথে পুকুরে যায়। এক পর্যায়ে তার দাদীর অজান্তে খেলেতে দিয়ে পানিতে ডুবে যায়।পরবর্তীতে জুনায়েতকে খুজে না পেলে স্থানীয়দের সহযোগিতায় তাকে পানি থেকে উদ্ধার করা হয়।
পরে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

দেখতে আসা সিরাজগঞ্জ সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নাসিম রেজা নুর দীপু বলেন, এটি খুবই মর্মান্তিক ঘটনা।যেহুতু বর্তমানে বর্ষাকাল চারদিকেই পানি তাই সবাই কে সচেতন হওয়ার আহবান জানান।

এবিষয়ে চক কোরদাস পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রফিকুল ইসলাম জানান,এই রকম মর্মান্তিক মৃত্যুতে আমরা খুব শোকাহত। প্রত্যেক বাবা মাকে সচেতন হাওয়ার জন্য আহবান জানায়।
শিশু জুনায়েতের এমন মৃত্যু তে শোকে মাতম এলাকাজুড়ে।

আরও পড়ুন...