চাকুরির প্রলোভনে ৮ লাখ টাকা হাতিয়ে নিয়ে আ’লীগ নেতা কারাগারে

ইনসান সাগরেদ পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে চাকুরী দেওয়ার নাম করে ৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আওয়ামী লীগ নেতা কারাগারে পাঠিয়েছে আদালত। পঞ্চগড় সদর উপজেলা কামাত কাজল দিঘি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কামাত কুঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি।

জানা যায় বোদা উপজেলা উৎকুরা গ্রামের সুবাশ চন্দ্র তার ছেলে অনিক চন্দ্র কে কামাতকুঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক পদে চাকুরি দেওয়ার প্রলোভনে ৮ লাখ টাকা নেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম। অনিক চন্দ্রের চাকুরী না হওয়াতে ঘুষের টাকা ফেরৎ চাইতে গেলে নানারকম টালবাহানা শুরু করেন তিনি। পরে সুবাশ চন্দ্র বাদী হয়ে আওয়ামী লীগ নেতার নামে আদালতে মামলা দায়ের করেন।

সোমবার (১৫ জুলাই) চাকুরী দেওয়ার প্রলোভনে ঘুষ হিসেবে টাকা নেওয়ার অপরাধে মো.নজরুল ইসলাম নামের এক ব্যক্তিসহ তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। সোমবার দুপুরে বোদা আমলি আদালতে আসামীরা জামিন আবেদন করলে, বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।একই সাথে স্কুল পরিচালনার আরো দুজন সদস্য সহিদুল ইসলাম ও একরামুলকেও কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন বাদী পক্ষের আইনজীবি শঙ্কর চন্দ্র রায়। দফায় দফায় টাকা নেওয়ার কারনে স্ট্যাম্পে অঙ্গিকার নামাও করে নেন বাদী। কিন্তু চাকুরি ও টাকা কোনটায় পায়নি বাদীপক্ষ। তাই তাদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন সুবাশ চন্দ্র।

আরও পড়ুন...