মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত কলেজের শিক্ষার্থীরা। তাদের অবরোধে ওই এলাকায় বন্ধ হয়ে যায় যান চলাচল।
সড়কে অবস্থান নিয়ে থাকা শিক্ষার্থীদের ওপর দুপুর পৌনে দুইটার দিকে হামলা করার চেষ্টা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। তাদের ধাওয়া দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এ ধাওয়া পাল্টা ধাওয়া পরে সংঘর্ষে রূপ নেয়। দুপুর ২টা ১০ মিনিটে এ খবর লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে।
এরই মধ্যে ঘটনাস্থলে একাধিক ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।
এ বিষয়ে রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শাহ আলম মো. আক্তারুল ইসলাম বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনা এখনো জানি না। তবে শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া চলছে।