জবিতে আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ, চার শিক্ষার্থী আহত

বৈষম্য বিরোধী আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণ করা হয়েছে। এতে চারজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুলােই) দুপুর সাড়ে তিনটায় ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। জজ কোর্ট পার হয়ে রায়সাহেব বাজারের দিকে যাচ্ছিলো মিছিলটি। এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি করা হয়।

এতে চারজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ একজন শিক্ষার্থী ম্যানেজজমেন্ট বিভাগের ফেরদৌস আহমেদ। আরেকজন ১৭ ব্যাচের শিক্ষার্থী অনিক। তাদেরকে ন্যাশনাল মেডিকেলে নেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, কোর্ট পার হলে গলি থেকে গুলি করা হচ্ছে। স্থানীয় আওয়ামী লীগের নেতারা এই গুলি করেছে।

এ বিষয়ে কোতয়ালী জোনের এএসপি নজরুল বলেন, গুলির খবর শুনেছি। তবে আমরা এক গ্রুপকেই মিছিল করতে দেখেছি। অন্য গ্রুপের কাউকে দেখিনি।

আরও পড়ুন...