পঞ্চগড়ে সাধারণ শিক্ষার্থীদের কোটাবিরোধী বিক্ষোভ

ইনসান সাগরেদ,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে কোটা নিপাত যাক-মেধাবীরা মুক্তি পাক এই স্লোগানের মুলমন্ত্র নিয়ে বিক্ষোভ পালন করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ ছাত্র-ছাত্রীরা।

মঙ্গলবার দুপুরে জেলা শহরের আদালত এলাকা থেকে তারা বিক্ষোভ মিছিলটি বের করে, প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে মহাসড়কের পাশে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে জেলা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীর অংশ নেয়। এ সময় তারা কোটা প্রথা বাতিল করে মেধার মূল্যায়ন করার জোরালো দাবি জানান। একই সাথে সাধারণ ছাত্রদের ওপর হামলা ও নির্যাতনের সুষ্ঠু বিচার দাবি করেন তারা।

আরও পড়ুন...