শামীনূর রহমান,নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ছাত্রলীগের হামলার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে করা মিছিলে সাধারণ শিক্ষার্থীদের ওপর নওগাঁ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিউলের নেতৃতে হামলা করেছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের বাটারমোড় এলাকায় ঘটনা ঘটে। এ সময় ব্যানার কেড়ে নিয়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। এছাড়া উভয় পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ তর্কাতর্কি হয়। এরই এক পর্যায়ে মিছিল ছেড়ে চলে যেতে বাধ্যকরা হয় আন্দোলনকারী শিক্ষার্থীদের।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সকালে নওগাঁ মেডিকেল কলেজ আন্দোলন করার সময়ও ছাত্রলীগ হামলা করে ৩-৪জন শিক্ষার্থীকে আহত করে। আবার বিকেলেও একই ঘটনা ঘটিয়েছে আমাদের শান্তিপূর্ণ মিছিলে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
আন্দোলরত শিক্ষার্থী প্রীতি আক্তার বলেন, সকাল থেকে এখন পর্যন্ত ছাত্রলীগের হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা বিএমসি মহিলা কলেজ এলাকা থেকে শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাচ্ছিলাম মাঝপথে বাটার মোড়ে নওগাঁ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিউলের নেতৃতে আমাদের উপর হামলা করা হয়। এসময় একজন আহত হলে তাকে হাসপাতালে নেয়া হয়।
মিজানুর রহমান নামের আরেক শিক্ষার্থী বলেন, কোঠা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে সারা দেশের ন্যায় নওগাঁতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা শান্তিপূর্ণ মিছিল বের করেছিলাম। কিন্তু আমাদেরকে বাঁধা দেয়া হয় এবং হামলা করে ব্যানার কেড়ে নেয়া হয়। শিউলের নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্ম স্টিলের পাইপ এবং লাঠিদিয়ে আমাদের নেতা কর্মীদের বেধড়ক পিটিয়েছে। ফলে আমাদের অনেক কর্মী আহত হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও সুষ্ঠ বিচার দাবি করছি।
অন্যদিকে জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী জানান, বীর মুক্তিযোদ্ধাদের অবমাননা ও জারাকারদের পক্ষে সাফাই করার কারনে আমরা শহরের মুক্তির মোড় শহীদ মিনারের প্রাদদেশে শান্তিপূণূ সমাবেশ করছি। আবার তারাও মিছিল বের করেছে। তাদের উদ্দেশ্য অরাজগতা করা। আমরা তাদের থামিয়ে চলে যেতে বলেছি। তাদের মাঝে বহিরাগতরা প্রবেশ করে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করার আশংঙ্খা ছিল। আন্দোলনের নামে কোন অরাজগতা করতে দেয়া হবেনা কাউকে শান্তির শহর নওগাঁয়।