আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সড়ক পথে সিএনজি যোগে যাওয়ার পথে গাড়ি থেকে ছিটকে পড়ে মরিয়ম আক্তার নামে ৩ বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে শিশুটির মা সুলতানা আক্তার (২০)।
বুধবার (১৭ জুলাই) বিকালে উপজেলার কালাপানি এলাকায় মাটিরাঙ্গা তানাক্কাপাড়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
সূত্র জানায়, সিএনজি যোগে পানছড়ি থেকে মাটিরাঙ্গা যাওয়ার পথে কালাপানি রাস্তার মোড়ে বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্র গাড়ী দেখে হঠাৎ ব্রেক করলে সিএনজিতে থাকা শিশুটি ছিটকে পড়ে যায়। এসময় গাড়ির চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলে শিশুটি মারা যায়।
এ ঘটনায় শিশুটির মা সুলতানা আক্তার গুরুতর আহত হয়। মরিয়ম আক্তার পানছড়ি উপজেলার হাসান মিয়ার মেয়ে। পরে স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন,ঘটনার সাথে জড়িত সিএনজি এবং মাহিন্দ্র পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় চালক পলাতক রয়েছেন।